শরীয়তপুরে ইয়াবাসহ ২ যুবক আটক
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। গত শুক্রবার রাতে উপজেলার কনেশ্বর ইউনিয়নের পাতলা কুড়িগ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন- একই এলাকার মো. হেলাল (২২) মন্টু ছৈয়ালের ছেলে ও আজহার হোসেন ওরফে বাবু সরদার (২৪) কামাল সর্দারের ছেলে। এ সম্পর্কে ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসান পিপিএম জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডামুড্যা থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।