প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে গলাচিপায় প্রস্তুতি সভা
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। শনিবার রাতে ৮টায় উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটু, সহ-সভাপতি হাজী মো. মজিবর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ, মো. হারুন মিয়া, এ্যাডভোকেট মো. খালেক মিয়া, এ্যাডভোকেট মো. শামীম মিয়া, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গোলাম গাউস নিপু তালুকদার, হেলাল খলিফা, মেহেদী মাসুদ গাজী জুয়েল, রুবেল মিয়া, আলমগীর হোসাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান, মো. মতিউর রহমান, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, সাজ্জাদ আহম্মেদ মাসুদ, রুবেল আকন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ধলা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরতœ শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনসহ উপজেলার সকল মসজিদে দোয়া মোনাজাত ও মন্দিরে প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছে।