যুক্তরাজ্যে একদিনে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ৯ লাখ ৭৪ হাজারে দাঁড়ালো। নতুন ২ লাখ ৬৯ হাজার শনাক্ত নিয়ে মোট আক্রান্ত ৩ কোটি ১৭ লাখের বেশি। মঙ্গলবার বিশ্বে সুস্থ হয়েছেন ২ লাখ ৬৩ হাজার মানুষ। যথারীতি ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ও মৃতের তথ্য মিলেছে। দেশটিতে মঙ্গলবার করোনায় ১ হাজার ৫৬ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৮০ হাজার মানুষ।
টানা কয়েকদিন কম থাকার পর আবারো মৃত্যুর হার বেড়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ৯৩৭ জনের মৃত্যু হয়েছে। ব্রাজিলে মারা গেছে ৮০৯ জন। দুই দেশেই যথাক্রমে ৩৫ হাজার নতুন রোগী মিলেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাজ্যে নতুন প্রায় ৫ হাজার নিয়ে সংক্রমণ ছাড়ালো ৪ লাখ। নতুন করে সংক্রমণ বাড়ায়, আগামী ছয় মাস বিধিনিষেধ মানতে হতে পারে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।