বেনাপোল রপ্তানি গেটে’র সামনে থেকে দুইটি ট্রাক মাদক সহ আটক-২
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল সীমান্তের রপ্তানী গেটের সামনে থেকে ১১ বোতল মদ,৬ বোতল ফেন্সিডিল,৭০ গ্রাম গাঁজা ও ২ টি ট্রাক সহ কবির হোসেন (৪৩) ও কিবরিয়া (২৫) নামে দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার রাতে রপ্তানি গেট থেকে ট্রাক দুটি আটক করা হয়।আটক কবির হোসেন মাদারীপুর জেলার সদর থানার থানডলি এলাকার নুর হোসেনের ছেলে ও কিবরিয়া একই এলাকার সালামতের ছেলে।ট্রাক নাম্বার হলো ঢাকা মেট্রো ট ২২-০৫ ৮৭ ও ঢাকা মেট্রো ট ২২ ১৫৯০।
বিজিবি আইসিপি সুবেদার আরশাফ আলী জানান.গোপন সংবাদে জানতে পারি রপ্তানি পন্য নিয়ে দুটি ট্রাক ভারতে প্রবেশ করে পন্য খালাশের পর দেশে ফেরার সময় গাড়িতে মদ ফেনসিডিল ও গাঁজা নিয়ে আসছে। এমন সংবাদে রপ্তানি গেটে ট্রাক দুটি তল্লাশি করে মাদকদ্রব্য পাওয়া যায়। এ সময় ড্রাইভার ও ট্রাক আটক করে ক্যাম্পে এনে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।