সাবেক ভিপি নূরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ ৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর আগরপুর রোডস্থ বরিশাল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ যৌথভাবে এই মানববন্ধন এর আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ভিত্তিহীন। তাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে। মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবী জানিয়েছেন বক্তারা।
এ সময় ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার সভাপতি মেহেদি হাসান, যুব অধিকার পরিষদের সহসমন্বয়ক রফিকুল ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সহসমন্বয়ক প্রমুখ বক্তৃতা করেন। ঝটিকা মানববন্ধন চলাকালে ঐ এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন উপস্থিতি ছিল না।