জাতিসংঘকে দুর্বল করে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০
জাতিসংঘকে একটি সত্যিকারের কার্যকর বিশ্ব সংস্থা হিসাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিশ্বের ভূ-রাজনৈতিক বিরোধের কারণে জাতিসংঘকে কোনোভাবেই দুর্বল করে দেওয়া যাবে না। জাতিসংঘের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার চলতি সাধারণ পরিষদে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
এদিকে, আজ থেকে শুরু হচ্ছে সাধারণ পরিষদের পঁচাত্তরতম অধিবেশনের মূল পর্ব রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক। করোনা মহামারির মধ্যে আসেননি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এরমধ্যেই ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হয়েছে পঁচাত্তরতম বার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা।
সোমবার সকালে সাধারণ পরিষদের চলতি অধিবেশনের সভাপতি ভলকান বজকির সূচনা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারি দেখিয়েছে যে উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশেরই জাতিসংঘকে আগের চেয়ে বেশি প্রয়োজন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের শীর্ষে অবস্থান করা দেশের প্রধানমন্ত্রী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।বৈশ্বিক মহামারির কারণে এবার সব দেশের প্রতিনিধিরা আগে থেকে ধারণ করা ভিডিওতে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যটিও ছিল ভার্চুয়াল।