একে একে ৩৩২ জনের সঙ্গে যৌন অপরাধ!
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০
১৫৬টি যৌন অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার জোসুয়াহ টেইলর ব্রাডশোকে ২০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। মোট ৩৩২ জনের সঙ্গে যৌন অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। কর্মকর্তারা জানতেন ব্রাডশো নর্থ ক্যারোলিনা ছেড়ে পালিয়ে গেছেন। ইটা থেকে তাকে আটক করে এফবিআই। বাচ্চাদের সঙ্গে যৌন অপরাধ সংঘটিত করার ১২টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া অল্প বয়সীদের সঙ্গে আরও ১২টি যৌন অপরাধের অভিযোগ রয়েছে। কিশোরীর সঙ্গে দ্বিতীয় ধাপের যৌন অপরাধের ১৪৪টি অভিযোগ রয়েছে। এছাড়া তৃতীয় মাত্রার যৌন অপরাধের এ রকম আরও ১৪৪টি অভিযোগ রয়েছে। আর সবগুলো ঘটনার পেছনের ব্যক্তি একজনই। সরকারি কর্মকর্তারা বলেছেন, তদন্ত এখনো অব্যাহত আছে। সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তার শুনানির সময় নির্ধারিত আছে।
সূত্র: ডাব্লিউআরএএল ডটকম