দশমিনায় ছাত্রদলের মতবিনিময় সভা
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০
দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা।। দেশ মাতা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি চাই বাংলাদেশ জায়তীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নিদের্শক্রমে পটুয়াখালীর দশমিনায় উপজেলা ছাত্রদল ও সরকারি এআরটি কলেজ ছাত্রদলের উদ্যেগে কেন্দ্রীয় ছাত্রদলের সাথে তৃনমুল নেতা কর্মীদের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় চরহোনাবাদ আনন্দ মেলা সিনেমা হলের উত্তর পাশের মাঠে উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপাতি মো.জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক শ্যামল মালুম, সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ মাফজুল আলম, জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশার উজ্জাল, জেলা ছাত্রদলের সিনিয়ার সহ-সভাপতি শামিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আল হেল্লাল নয়ন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ফখরুজ্জামান বাদল, যুবদলের সাবেক সভাপতি আল আমিন মোল্লা, এআরটি সরকারি কলেজ শাখার সভাপতি আবুল বশার, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক কাজী তানজিল রিডেন, উপজেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক মো.ইমরান মোল্লাসহ উপজেলা, ইউনিয়ান ও ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের তৃনমুলবিন্দু ।