শরীয়তপুরে ৪ বছরের শিশু ধর্ষণের শিকার
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০
মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের মডেরহাটে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনীর জামাল বেপারির ছেলে নাজমুল (২৩) নামের এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কোলে করে নিজের কক্ষে নিয়ে যায় ধর্ষক নাজমুল । পরে শিশুটির কান্না শুনে তার মা এসে দেখে এই অবস্থা। পরে এলাকার লোকজনদের জানানো হয়। এরপরই ডামুড্যা থানায় একটি মামলা হয়। মামলার পরিপ্রেক্ষিতে এস আই সজল কুমার পাল ও এ এস আই তরিকুল ইসলাম অভিযুক্ত নাজমুলকে গ্রেফতার করেন।
এ সম্পর্কে এস আই সজল কুমার পাল জানান, শিশুটির মা বাদী হয়ে একটা মামলা দায়ের করেছেন, ১৯/৮গ ২০২০ মামলা নং ১২। এরই প্রেক্ষাপটে আমরা ধর্ষক ও অভিযুক্ত নাজমুলকে আটক করেছি।পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।