কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের ৪১তম বার্ষিকী উৎসব শুরু
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০৮ফেব্রুয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরিব্রাজকার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব স্মরনে পাঁচদিন ব্যাপী বাৎসরিক উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পৌর শহরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।
এতে সনাতন ধর্মীয় শত শত নারী পুরুষ অংশগ্রহন করে। পরে খেপুপাড়া জগন্নাথ আখড়ানাট মন্দিরে শীশ্রী গুরুদেবের পাদুকা উৎসব কেন্দ্রে আনায়ন, সঙ্ঘ পতাকা উত্তোলন, শ্রীশ্রী ঠাকুরের শ্রীমুখের বানী ক্যাসেটের মাধ্যমে প্রচার, হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরন, মাতৃসঙ্ঘাধিবেশন, শ্রীশ্রী গুরু বন্দনা, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা, গীতি-আলেখ্য অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান চলবে পাঁচদিন ব্যাপী এমটাই জানিয়েছে সংশ্লিষ্টরা।