টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতায় আনার দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০
আজ ১৯ সেপ্টেম্বর ২০২০ শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্যোগে টেলিকম নেটওয়ার্কের মানোন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে প্রতিযোগিতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সংগঠনের দাবি-দাওয়ার প্রতি সংহতি জানিয়ে বলেন, করোনা প্যানডেমিকের মধ্যে সবকিছুই চলে কিন্তু চলে না শুধু শিক্ষা ব্যবস্থা। শিক্ষা খাত আজ ধনীদের দখলে। উচ্চমূল্যের ডেটা ও উচ্চমূল্যের ডিভাইস দরিদ্র জনগোষ্ঠির কিনতে পারছে না। কিন্তু সরকার এ বিষয়ে আন্তরিক হচ্ছে না। আজ সরকারি প্রতিষ্ঠানগুলির ভুলনীতি ও মূলনীতি না মানার কারণে এবং কমিশন বাণিজ্যের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার চক্রান্ত চলছে। টেলিটককে আজ বিদেশী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় না এনে একেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রাকৃতিক সম্পদ তরঙ্গকে কুক্ষিগত করে রেখে নেটওয়ার্ক ব্যবস্থাকে ভেঙে ফেলার সকল ব্যবস্থাই করা হয়েছে। আরো বক্তব্য রাখেন প্রযুক্তি বিশেষজ্ঞ প্রকৌশলী আবু সালেহ, বাংলাদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক এড. ইয়ারুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক এড. আবু বককর সিদ্দিক, কেন্দ্রীয় সদস্য আমানউল্লাহ মাহফুজ, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, বাংলাদেশ মোবাইল রিচার্জ এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মহিউদ্দিন আহমেদ বলেন, ৯০ দশকের পর ২জি টেলিকম সেবার দ্বার উন্মুক্ত হবার পর এ সেবার গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। প্রযুক্তির পরিবর্তন ও চাহিদা বৃদ্ধির সাথে সাথে এ সেবার উপর মানুষ নির্ভরশীল হয়ে পড়ে। ২০১৩ সালে ৩জি প্রযুক্তির ইন্টারনেট ও ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারিতে দ্রুতগতির ৪জি ইন্টারনেট সেবা চালু করা হয়। বর্তমানে সক্রিয় সীম রয়েছে ১৬ কোটি ৩৪ লক্ষ। ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ২১ লক্ষ ১৩ হাজার। ৩জি ব্যবহারকারী ৬১.৬৬৩ মিলিয়ন। ৪জি ব্যবহারকারী প্রায় ১৯.৩১ মিলিয়ন। ডেটার ব্যবহার ১০ জিবিপিস থেকে বেড়ে ১২০০জিবিপিএসে দাঁড়িয়েছে। অথচ সেবার মান কমেছে প্রায় ৪৫ শতাংশ। ইন্টারনেটের গতি কমে দাঁড়িয়েছে ২ থেকে ৩ এমবিপিএস। অথচ চাহিদা বেড়ে দাঁড়িয়েছে ২০ এমবিপিএস গতির। কলড্রপ ও ইন্টারনেটের ধীরগতি গ্রাহকদের বিরক্তি বাড়িয়ে তুলেছে। গ্রাহকরা হাজার হাজার কোটি টাকা খরচ করলেও তার কাঙ্খিত সেবা না পাওয়ায় গ্রাহক অসন্তোষ বেড়ে দাঁড়িয়েছে শতভাগ। নেটওয়ার্কের মানোন্নয়নের জন্য কোন পদক্ষেপই এ পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এর কারণ জানতে গত ২৫ জুলাই ২০২০ এ নিয়ন্ত্রক কমিশন, অপারেটরদের শীর্ষ কর্তাব্যক্তি, বিশেষজ্ঞগণ, সাংবাদিকদের নিয়ে একটি আলোচনায় একটি বিষয় সকলেই স্বীকার করেছেন স্বল্প তরঙ্গ ব্যবহারের কারণেই নেটওয়ার্কের মান এত খারাপ হয়েছে। অপারেটরদের দাবি ৩জি বিনিয়োগের অর্থ ওঠার আগে ৪জিতে বিনিয়োগ তাদেরকে চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে। তাছাড়া ১ হাজার কোটি টাকা ১ মেগাহার্জ তরঙ্গ কিনে বিনিয়োগ করার সামর্থ্য একটি অপারেটরের থাকলেও অন্য অপারেটরদের নাই। এই সংকট নিরসনে গত ১৮ আগস্ট আমরা একটি সংবাদ সম্মেলন করি এবং ২০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে একটি স্মারকলিপি দিয়ে দ্রুত সংকট নিরসনের দাবি জানাই। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোন উদ্যোগ সরকার নিয়েছে বলে আমরা লক্ষ্য করি নাই। একই সাথে শিক্ষার্থীদের বিনামূল্যে হ্যান্ডসেটসহ ফ্রি ইন্টারনেট দিতে অনুরোধ করেছিলাম। গত সপ্তাহ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটক ১০০ টাকায় সারা মাস ইন্টারনেট সেবা দিচ্ছে শিক্ষার্থীদের। এটি ভাল খবর হলেও টেলিটকের নেটওয়ার্ক সারাদেশে বিস্তৃত না থাকা ও মানসম্মত না হওয়ায় শিক্ষার্থীরা এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে। যদিও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক আমাদেরকে আশ^স্ত করেছেন দ্রুতই সুফল পাওয়া যাবে। কিন্তু বাস্তবতা কঠিন। টেলিটকের মোট বিনিয়োগ গ্রামীণ ফোনের ৬ মাসের মুনাফার সমান। অর্থ সংকট ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় টিকতে পারছে না। সরকারের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী, মন্ত্রী, সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিরা টেলিটক ব্যবহার করে না। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবেই এ প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় আনার কোন উদ্যোগ আমরা দেখছি না। বিটিসিএল এর সবধরনের সেবা প্রদানের লাইসেন্স রয়েছে অর্থ ও লোকবলেরও অভাব নেই। কিন্তু সুশাসন, জবাবদিহীতা ও গ্রাহকবান্ধব সেবা না থাকায় বিটিসিএল এর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। বাংলাদেশ টেলিকম শিল্প প্রতিষ্ঠান একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের উন্নয়ন হলে বিটিএস নির্মাণে ৭৫০ কোটি মার্কিন ডলার বিদেশী প্রতিষ্ঠানরা নিয়ে যেতে পারতা না। তাই আজ আমাদের দাবি হচ্ছে দ্রুত নেটওয়ার্ক এর মানোন্নয়ন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় আনার দাবি। দাবিসমূহ হচ্ছে:
১। অপারেটর অনুপাতে তরঙ্গ বরাদ্দ দিয়ে নেটওয়ার্কের মানোন্নয়ন করতে হবে ২। তরঙ্গের দাম কমিয়ে অপারেটরদের কল রেট ও ডাটার মূল্য কমাতে বাধ্য করা ৩। প্রযুক্তি নির্ভর টেলিযোগাযোগ সেক্টরে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহে যথোপযুক্ত কারিগরি আধুনিকায়ন ও সম্প্রসারণ করে মার্কেটে তাদের সক্ষমতা অর্জন করতে হবে। সরকারি খাতে জাতীয় অবকাঠামো হিসেবে যথেষ্ট পরিমানে বিনিয়োগ নিশ্চিত করতে হবে ৪। টেলিটকের উন্নয়নে কমপক্ষে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে ৫। সরকারি-আধা-সরকারি, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীকে টেলিটক ব্যবহার করতে বাধ্য করতে হবে। পরিচালনা পর্ষদে সংশ্লিষ্ট সেক্টরে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ প্রদান করতে হবে। সরকার সংশ্লিষ্ট নীতিমালাসমূহে প্রয়োজনীয় পরিবর্তন ও সংযোজনের মাধ্যমে বিদ্যমান অসমাঞ্জস্যপূর্ণ বাজারে সরকারি কার্যক্রমের পরিবেশ নিশ্চিত করতে হবে। জাতীয় টেলিযোগাযোগ নীতিমালা উল্লেখিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বিষয়ক নীতিসমূহ অগ্রাধিকার ভিত্তিতে সেক্টরের কর্মকৌশলে প্রতিফলন ঘটাতে হবে ৬। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে ৭। বিটিসিএলকে জবাবদিহীতার আওতায় এনে গ্রাহকবান্ধব করতে হবে ৮। বিটিসিএল’র ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের দাম ১০০ টাকা ও ১০ এমবিপিএস গতির মূল্য ২০০ টাকা নির্ধারণ করে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট প্রসারে কার্যক্রম শুরু করতে হবে ৯। টেসিস কে কার্যকর করে আন্তর্জাতিকমানের এক্সেস তৈরীর উপযোগী করে গড়ে তুলতে হবে ১০। অপারেটরদের বিনা শুল্কে হ্যান্ডসেট আমদানির সুযোগ দিয়ে ভারতের জিও’র মতো ১ হাজার ৫০০ টাকায় ৪জি হ্যান্ডসেট ও সংযোগ প্রদানের ব্যবস্থা করতে হবে ১১। নেটওয়ার্কের মানোন্নয়নে এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।