পারভীন ওসমানসহ সকলের সুস্থ্যতা কামনায় মহানগর জাপা নেতা শাহ আলমের দোয়া
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ বীরমুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী বেগম পারভীন ওসমান ও তার পুত্র আজমেরী ওসমানসহ গোটা ওসমান পরিবারের সদস্যদের সুস্থ্যতা কামনায় শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জের বন্দরে মহানগর জাতীয় পার্টির অন্যতম নেতা শাহ আলমের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বন্দর বাজার জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লীরা প্রয়াত সংসদ বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী রুহের মাগফেরাত কামনা এবং তার সহধর্মিণী বেগম পারভিন ওসমান ও পুত্র আজমেরী ওসমানসহ পরিবারের সকল সদস্যদের জন্য সুস্থতা কামনা করেন।
দোয়া অনুষ্ঠানে সর্বস্তরের মুসল্লীরা অংশ নেয়। দোয়া শেষে অংশগ্রহণকারী মুসল্লীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি জাকির হোসেন কাশেমী।