জননী পারভীন ওসমানের জন্য তরিকুল লিমনের দোয়া প্রার্থনা
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মীনি এবং যুব সমাজের অহংকার একেএম আজমেরী ওসমানের মাতা জননী পারভীন ওসমানের দ্রæত সুস্থ্যতা কামনা করেন নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি তরিকুল ইসলাম লিমন।
এক প্রেরিত বার্তা নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি তরিকুল ইসলাম লিমন বলেন,আমাদের সকলের অভিভাবক প্রানপ্রিয় আম্মাজান অসুস্থ্য। আমি আম্মাজানের দ্রæত সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো তারা যেন আম্মাজানের সুস্থ্যতার জন্য দোয়া করেন। তার মত মহিয়সী মাতার সুস্থ্যতা আমাদের সকলের কাম্য।
তিনি তার প্রয়াত স্বামী নারায়ণগঞ্জের গনমানুষের নেতা নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ প্রয়াত নাসিম ওসমানের রেখে যাওয়া অসম্পন্ন কাজগুলো পরিপুর্ন করতে সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি সমাজের অসহায়,নিপীড়িত মানুষের সেবা করে যাচ্ছেন এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক সাহায্য সহযোগিতা করে আসছেন। আমি আম্মাজানের দ্রæত সুস্থ্যতা কামনা করছি।