যশোরের শার্শায় গলায় ওড়না পেঁছিয়ে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা বাগআঁচড়ার সাতমাইলে গলায় ওড়না পেঁচিয়ে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। মৃত মমতাজ শার্শার রুদ্রপুর গ্রামের আবদুল্লার স্ত্রী ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাব এর মেয়ে।
শুক্রবার(১৮ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল রাশেদ আলীর চাতালের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মমতাজ।
বাগআঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াস কবীর বকুল জানান, শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসে দেখি ঘরের আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে। পরে বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে। মৃত মমতাজের স্বামী পালাতক রয়েছে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, ঘটনাটি চেয়ারম্যান থানায় জানানোর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃতের কারণ জানা যাবে।