আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বার্সায় মেসির ২০ বছর পূর্তি
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০
২০০০ সালের ১৭ সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন লিওনেল মেসি। বর্তমানে ৩৩ বছর বয়সী এই ক্ষুদে জাদুকর এখনও বার্সেলোনার প্রাণভোমরা। দলের সেরা তারকার ২০ বছর পূর্তি উদযাপন করেছে বার্সা। এ ২০ বছরে আর্জেন্টাইন তারকা লিখেছেন সব অমর গাঁথা। বার্সার জার্সি গায়ে মেসির গড়া অনেক কীর্তির মধ্যে ২০টি গল্প তুলো ধরা হলো এবারের প্রতিবেদনে।
সম্প্রতি বার্সেলোনায় মেসির থাকা না থাকা নিয়ে কম নাটক হয়নি। যদিও আর্জেন্টাইন তারকা চেয়েছিলেন বার্সা ছাড়তে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত অবশ্য প্রিয় ক্লাবেই থেকে যান ফুটবলের ক্ষুদে যাদুকর। লা লিগায় মাঠে নামার আগে, দুটি প্রীতি ম্যাচেই আলো ছড়িয়েছেন স্ব মহিমায়। বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী তারকা লিওনেল মেসি। কাতালানদের হয়ে এ পর্যন্ত ৩৪টি শিরোপার স্বাদ পেয়েছেন এলএমটেন। ৩২টি শিরোপা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসির সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা।
৬৩৪ গোল করে বর্তমানে বার্সার সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতাই নন মেসি। লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০১৪ সালের ২২ নভেম্বর সেভিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে ২৮৯ ম্যাচে ২৫৩ গোল করে এই রেকর্ড স্পর্শ করেন বার্সা সুপার স্টার। সেই সাথে লা লিগায় ২০১১-১২ মৌসুমে ৫০ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সবচেয়ে বেশি করার পাশাপাশি হ্যাট্রিকেও এগিয়ে মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে স্পেনের শীর্ষ লিগে সর্বোচ্চ ৩৫টি হ্যাট্রিকের মালিক তিনি। ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ ছয়বার ব্যালন ডি অর জিতেছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে টানা চারবার এই মুকুট জয়ের কৃতিত্বও তার। সেই সাথে লা লিগায় ৭ বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি রয়েছে মেসির ঝুলিতে। দর্শনীয় গোলের জন্য দেয়া পুসকাস অ্যাওয়ার্ডে সর্বোচ্চ সাতবার মনোনীত হন মেসি। যদিও পুরস্কারটি আজও জেতা হয়নি বার্সার প্রাণভোমরার।
এতসব সফলতার মাঝে ইউরোপিয়ান শীর্ষ ৫ লিগের ৬ বার সবচেয়ে বেশি গোলের কীর্তি গড়ে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন এলএমটেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে লা লিগায় সবচেয়ে বেশি প্রতিপক্ষের বিপক্ষে গোল করে আনন্দের ডানা মেলেন মেসি। সেই সাথে এল ক্লাসিকোয় সর্বোচ্চ গোলদাতা এই বার্সা তারকার দখলে। লা লিগায় ৩৬১ ম্যাচ জিতেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ৭৩১ ম্যাচে তার জয় ৫১৩টি।