নারায়ণগঞ্জ সদর উপজেলায় সমবায়ীদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০
এসো করি সমবায় দূর হবে সব অন্তরায়’ এ স্লোগানে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা সমবায় অফিসার মোহাম্মদ ইমরান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নাজমুল হুদা।
নারায়ণগঞ্জ সদর উপজেলা (এআইসিএস) অফিসার মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আতাউর রহমান ভুঞা।
প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রণজিৎ মোদক, সদস্য আনোয়ার হোসেন সজিব। এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিবহণ সমবায় সমিতির সভাপতি এ.আর জাহাঙ্গীর আলম, সদস্য এ.আর জামাল, এ.আর উজ্জ্বল, লিয়াকত হোসেন, মাফিয়া আক্তার, সুলতানা রোকেয়া ও আছিয়া খানম সুমি প্রমুখ।