ঝিনাইদহে ৪ মাস বাড়ি ছাড়া পরিবারগুলোর নারী সদস্যরা সন্তানদের নিয়ে থানায়

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে হত্যার ঘটনায় ৪ মাস বাড়ি ছাড়া পরিবারগুলোর নারী সদস্যরা সন্তানদের নিয়ে গ্রামে ফিরতে থানায় ধর্না দিয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানা চত্বরে পরিবারের সদস্যদের নিয়ে বসে থাকতে দেখা যায় প্রায় ২০ জন নারীকে।

থানায় আসা নারীরা জানান, গত ৫ জুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হরিশংকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আলাপ শেখ নামের এক আওয়ামী লীগ কর্মী আহত হয়। ২ দিন পর আহত আরও একজন মারা যায়। এ ঘটনার পর থেকে আসামী পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর করা হয়। তারপর থেকে পলাতক রয়েছে ওই গ্রামের অর্ধশত পরিবার। বাড়ী ভাংচুরের পাশাপাশি এখন বসত বাড়ির গাছপালা কেটে নিচ্ছে প্রতিপক্ষরা।

গ্রামে গেলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলেও একনারী অভিযোগ করেন। দিনের পর দিন জেলার বিভিন্ন স্থানে স্বজনদের বাড়িতে অবস্থান করতে হচ্ছে তাদের। সন্তানদের নিয়ে বাড়ি ফেরার ব্যবস্থা করতে সদর থানায় এসেছেন তারা। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আমার কোন বক্তব্য নেই। যারা নির্দোষ তারা বাড়িতে ফিরে যাবেন। কেউ বাঁধা দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

 

আপনার মতামত লিখুন :