চীনের দুঃসময়ে পাশে দাঁড়াল ইরান, পাঠাল ৩০ লাখ মাস্ক
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০
করোনা ভাইরাস মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে চীন। এমন দুঃসময়ে দেশটির পাশে দাঁড়িয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের দেশটি চীনে ৩০ লাখ মাস্ক পাঠিয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে হুয়া চুনিং বলেন, ইরান করোনা ভাইরাস প্রতিহত করতে চীনে ৩০ লাখ মাস্কসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে। এছাড়া প্রয়োজনে আরও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর আশ্বাস দিয়েছে তারা। পাশাপাশি দুঃসময়ে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য চীনের পক্ষ থেকে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হুয়া চুনিং।
এ দিকে কিছুতেই করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে পারছে না চীন। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ইতোমধ্যে ৭২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৫ হাজার ছাড়িয়েছে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। সূত্র : শিনহুয়া