গলাচিপা সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার রুপনগর এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত বুলবুল রাড়ীকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে এসব তথ্য জানাগেছে।
গলাচিপা থানা পুলিশ সূত্রে জানাগেছে, গলাচিপা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুপনগর এলাকার মোসলেম রাড়ীর ছেলে বুলবুল রাড়ীকে ২০১৬ সালে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। দীর্ঘদিন স্বাক্ষ্য প্রমাণের পর পটুয়াখালী দায়রা জজ আদালত গত ৯ সেপ্টেম্বর পাঁচ বছরের সাজা প্রদান করেন।
সাজার পর থেকে বুলবুল রাড়ী পলাতক ছিল। গলাচিপা থানার এ.এস.আই দিবাকর এর নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতে রুপনগর এলাকায় অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।