সাদেক বাচ্চু’র মৃত্যুতে মিডিয়া ভিশন’র শোক

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: বাংলা চলচ্চিত্রের শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু’র আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন মিডিয়া ভিশন কালচারাল একাডেমি’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ সেন্টু,পরিচালক সোনিয়া আহমেদ,আনোয়ারুল হক ও রিয়াজ আহমেদ টুটুলসহ সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

প্রেরিত এক বিবৃত্তিতে তারা উল্লেখ করেন,সাদেক বাচ্চু চলচ্চিত্র অঙ্গনের একজন গুণী শিল্পী। তাঁর আকস্মিক মৃত্যুতে ফিল্ম ইন্ডাষ্ট্রিজের অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। তাঁর অনাকাঙ্খিত বিয়োগ পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে আমরা মর্মাহত ও শোকাবিভূত। আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ তাঁর বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি।

 

আপনার মতামত লিখুন :