ভোটে বার্সার অধিনায়ক নির্বাচিত হলেন মেসি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০

দলবদলের নাটকীয়তা শেষে বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার সতীর্থদের ভোটে কাতালান ক্লাবটির অধিনায়ক নির্বাচিত হয়েছেন এ ফুটবলার। স্পেন ও বার্সা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা ২০১৮ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকেই বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব সামলে আসছেন লিওনেল মেসি।

অবশ্য দলের রীতি অনুসারে প্রতি মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ভোটাভুটিতে তিন মৌসুম ধরে অধিনায়ক নির্বাচিত হয়ে আসছেন মেসি। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন সার্জিও বুস্কেটস। ফলে মেসির অবর্তমানে এই স্প্যানিশ মিডফিল্ডার অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটাভুটিতে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। কিছুদিন আগেই ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি।

তবে নানা নাটকীয়তা শেষে আরও এক মৌসুম কাতালান ক্লাবে থাকতে রাজি হয়েছেন তিনি। ফলে দুই সপ্তাহ আগে দল ছাড়তে চাওয়া মেসি এবারো থাকবেন প্রথম কাতারে। এছাড়া তাকে ঘিরেই দল গড়তে চান বর্তমান কোচ রোনাল্ড কোম্যান। চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত বার্সেলোনায় থাকবেন মেসি। এরপর আবারো তিনি চুক্তি মেয়াদ বাড়াবেন কি না সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। নতুন কোথাও গেলে এটাই বার্সা অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে মেসির শেষ মৌসুম হতে যাচ্ছে।

এদিকে মূল মৌসুম শুরুর আগে শনিবার জিমন্যাস্টিকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বার্সা। সেখানে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে কোম্যানের দল। এই ম্যাচে মেসি মাঠে ছিলেন ৪৫ মিনিট। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ মৌসুমের আনুষ্ঠানিক লড়াই শুরু হবে বার্সার। সেদিন ঘরের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে মেসিবাহিনী।

আপনার মতামত লিখুন :