রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোড থেকে মোটরসাইকেল চুরি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোড এর পাশে এক বাসার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে।

গাড়ির নাম্বার ঢাকা-মেট্রো ল-২৪-৩০৯১। চুরি হওয়া পালসার মোটর সাইকেলের মালিক কাজী তুষার জানান, ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসা থেকে গাড়ি বের করে গেটের সামনে রাখে। বাসার ভিতর থেকে হেলমেট নিয়ে এসে দেখে গাড়ি নেই।

কে-বা কাহারা গাড়িটি নিয়ে গেছে। সাথে সাথে ৯৯৯ এ কল করে চুরি যাওয়া বিষয়টি অবহিত করেন। আশে পাশে সব জায়গায় খোঁজ করা হয়েছে। গাড়ির সন্ধান পাওয়া যায়নি।

 

 

আপনার মতামত লিখুন :