সমালোচিত চিত্রনায়িকা মুনমুনের দ্বিতীয় সংসারও টিকল না
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০
ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা মুনমুনের দ্বিতীয় সংসার ভেঙে গেছে। তার দ্বিতীয় স্বামী মীর মোশাররফকে তিনি কোরবানি ঈদের পর ডিভোর্স দিয়েছেন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন মুনমুন নিজেই। এই দম্পতির ঘরে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মুনমুন বলেন, স্বামীর সাথে কোনো মনের মিল না থাকার কারণে আমি নিজেই তাকে ডিভোর্স দিয়েছি।
আমি বর্তমানে একাই রয়েছি। মূলত নিজের মতো করে জীবন কাটানোর জন্য আমি ডিভোর্স দিয়েছি। এফডিসিপাড়ায় গুঞ্জন আছে আপনার প্রেম ঘটিত কারণে নাকি আপনার সংসার টিকেনি? এমন প্রশ্নে মুনমুন বলেন, আমার স্বামী প্রেম-ভালোবাসা বুঝত না। তিনি শুধু অর্থটায় দেখেছেন যার কারণে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। এছাড়া অন্য কোনো কারণ নেই। আর আমার কারো সাথে প্রেমও নেই।
প্রসঙ্গত, মুনমুন ও রোবেন একসাথে যাত্রা-শোয়ে কাজ করতেন। কাজ করতে গিয়ে তাদের প্রেমের সম্পর্ক হয়। সেখান থেকেই বয়সে ছোট রোবেনকে বিয়ে করেন মুনুমুন। এর আগে ২০০৬ সালে লন্ডন প্রবাসী এক সিলেটিকে বিয়ে করেন মুনমুন। সে ঘরে যশ নামের এক ছেলে সন্তান রয়েছে তার।