রোহিঙ্গা গণহত্যায় আরও দুই মিয়ানমার সেনার স্বীকারোক্তি

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০
ছবি : সংগৃহীত

রোহিঙ্গাদের দেখামাত্র এমন হত্যার নির্দেশ ছিল বলে মিয়ানমারের দুই সেনা সদস্যের স্বীকারোক্তি নিয়ে তোলপাড় চলছে বিশ্বজুড়েই। সেনাবাহিনীর গণহত্যার জবানবন্দি দিয়ে, এ সপ্তাহে, অনেকটা চমক হয়েই দৃশ্যপটে আসেন, তারা দুজন। তুলে ধরেন, রোহিঙ্গা হত্যাযজ্ঞের বিস্তারিত বিবরণ।

এরপরই রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের সেনাবাহিনীর সম্পৃক্ততার স্বীকারোক্তি দিয়েছেন আরও দুই সেনা সদস্য। আন্তর্জাতিক গণমাধ্যমে দুই সৈনিকের আলোচিত জবানবন্দি প্রকাশের পর এসেছে সেনাদের বক্তব্যের নতুন ভিডিও ফুটেজ। যাতে একসঙ্গে চার সেনা সদস্যকে রোহিঙ্গা হত্যাযজ্ঞের বর্ণনা দিতে দেখা যায়। জানা গেছে, নতুন দুই সেনাও জবানবন্দি দেবেন আন্তর্জাতিক অপরাধ আদালতে।

রাখাইনে মোতায়েন থাকা আরও অন্তত দুই সৈনিক মুখ খুলেছেন, সেদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। এরইমধ্যে আলোচনায় আসা, মিউ উইন ও জো নাইং এর সাথে একসাথে, ভিডিওতে স্বীকারোক্তি দিতে দেখা যায় তাদের। মিয়ানমানর সেনা সদস্য চ্যাও মিও অং বলেন, ঔপনিবেশিক বাহিনীর মতো বিভিন্ন জাতিগোষ্ঠিকে নিপীড়ন করছে সেনাবাহিনী। বাহিনীর মধ্যেও জাতিগত পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা হয়। অনেক কর্মকর্তাই মাদকাসক্ত। মাদকের পৃষ্ঠপোষকতাও করে তারা।

মিয়ানমানর সেনা সদস্য পার তাও নি বলেন, অফিসাররা সবসময় বলতো, ভিন্ন নৃতাত্বিক গোষ্ঠির সবাই দাস। সন্ত্রাসী বাহিনীর মতো অস্ত্রের অপব্যবহার করে বেসামরিক জনগণের ওপর নিপীড়ন চালাচ্ছে সেনাবাহিনী। গণমাধ্যম বলছে, এ চার সেনার মধ্যে দুজন এখন আছেন, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের জিম্মায়। বাকি দুজনও আন্তর্জাতিক আদালতে জবানবন্দি দেবেন বলে জানা গেছে।

 

আপনার মতামত লিখুন :