জামে মসজিদে দূর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি’র
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০
আজ বুধবার তারিখ ০৯/০৯/২০২০ইং সকাল ১১.০০ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত তল্লায় জামে মসজিদে দূর্ঘটনায় স্থান পরিদর্শনে যান বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি’র চেয়ারম্যান মোঃবাবুল সরদার চাখারী সহ ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট- ডিএনএফ জোট এর মুখপাত্র-বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন -বিজিএ এর চেয়ারম্যান- এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ,বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান মোঃরফিকুল ইসলাম রনো , বাংলাদেশ আইডিয়াল পার্টির চেয়ারম্যান এ কে এম ইব্রাহিম খলিল সহ বিপিপি’র নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইসাহাক খা, যুগ্ম মহা-সচিব মোঃ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রোজী আক্তার মুন্নী, মুন্নাফ হোসেন ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াস সরদার, সহ ১৩ সদস্য বিশিষ্ট একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন ।
বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি’র চেয়ারম্যান জননেতা মোঃবাবুল সরদার চাখারী সে সময় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এবং পরে ঢাকায় ফিরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে গিয়ে দুর্ঘটনায় আহত রোগীদের খোঁজখবর নিয়ে তাদের আত্মীয়-স্বজনদের সাথে কথা বলেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে এসে একটি বিস্ফোরণের মাধ্যমে আজ ২৮ জনের প্রাণ হারালো এবং হাসপাতলে আরও ০৮ জন আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে এখনো পাঞ্জা লড়ছে তার দায়ভার অবশ্যই তিতাস কৃতিপক্ষকে ও মসজিদ কমিটিকে দায়ীভার নিতে হবে। তিতাসে কর্মরত ০৮ জনকে অস্থায়ীভাবে বরখাস্ত না করে তাদেরকে স্থায়ী ভাবে বরখাস্ত করতে হবে। এই দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে হাইকোর্ট নির্দেশ অনুযায়ী নগদ অর্থ প্রদান সহ পূর্নবাসনের জন্য জোর দাবি জানান তিনি ।