প্রয়াত নাদিমের রুহের মাগফেরাত কামনায় সহকর্মীদের দোয়া
প্রকাশিত : ৯ সেপ্টেম্বর ২০২০
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরনের ঘটনায় নিহত ফটো সাংবাদিক নাদিম মাহমুদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থানে সাংবাদিকদের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় বিস্ফোরনে নিহত ফটো সাংবাদিক নাদিমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি দোয়া করা হয়। এছাড়াও দূর্ঘটনায় অন্যান্য যারা নিহত ও আহত হয়েছেন সকলের জন্য দোয়া করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি, সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রনি, সদস্য শহীদ হোসেন, সাংবাদিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শেখ মোঃ মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির কার্যকরি সদস্য, মোঃ সুলতান
সদস্য ইমরান হোসেন, আলী, সেন্টু, নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম’র সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন সহ অন্যান্যরা।