মৌলভীবাজার বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২০
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের উদ্যাগে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও এক্য্রিকিউটিভ ম্যাজিস্টে্রুট অর্ণব মালাকার এর সঞ্চালনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
বক্তব্য রাখেন-জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি, নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম প্রমুখ।