বাগেরহাটে মোরেলগঞ্জে ছাত্রলীগেলর গাছের চারা বিতরণ

প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির :বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা, পৌর ও এসএম কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার সকালে বৃক্ষ রোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের অন্যতম সংগঠক মো. মহিদুজ্জামান মহিদ, মো. রাব্বি হাসান হৃদয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ কর্মকার, আরাফাত শাহ মুরাদ, আবু তাহের লিমন, নাইম শেখ, সাব্বির আহমেদ, নূরুন্নবি রহমান পরাগ, সাজ্জাদ শাওন, এসএম ইলিয়াস, সাদুল্লাহ, জাকারিয়া মনিম, ফয়সাল হোসেন, তানভির শেখ।

এ সময় মো. মহিদুজ্জামান মহিদ ও মো. রাব্বি হাসান হৃদয় বলেন, মুজিববর্ষ আহবান ৩টি করে গাছ লাগান এ প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রলীগের সকল কর্মসূচি পালন করছেন। মোড়েলগঞ্জ উপজেলায় ঘূণিঝড় আম্পানে যে ক্ষতি হয়েছে এই বৃক্ষ রোপনের মাধ্যমে তা পুষিয়ে উঠবে বলে তারা মনে করেন।

 

আপনার মতামত লিখুন :