মহামায়া সেবাশ্রমের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০

ফতুল্লা সংবাদদাতা: মহামায়া সেবাশ্রমের উদ্যোগে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯০ তম জন্মোৎসব ও শ্মশানে মহামায়ার আগমন উপলেক্ষ শ্রীশ্রী দুর্গাপূজা কল্পে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১টায় মাসদাইর সিটি মহাশ্মশান চত্বরে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক রণজিৎ মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া সেবাশ্রমের সভাপতি সুজন কুমার সাহা। নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও লালপুর বটতলা কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রী লিটন পোদ্দার।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, শান্তি রন্ধন ঘোষাল, গোবিন্দ চন্দ্র দাস, রতন মন্ডল, রঞ্জিত দাস, কাজল কর্মকার, কিশোর কুমার দাস, স্বপন দাস, ত্রিনাথ দে, নন্দ পোদ্দার, অজয় রায়, লাবন্য রায় মানিক, অর্জুন চক্রবর্তী, তাপস সরকার, স্বপনদাস, উপেন্দ্র মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত অরুণ চন্দ্র দাসের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আলোচনা সভায় সর্ব সিদ্ধান্ত মতে মহাশ্মশানে শ্রীশ্রী দুর্গাপূজা করার বাসনা ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম শ্মশানে এ মহাপূজার আয়োজন করা হচ্ছে। সুজন কুমার সাহা এ আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রণজিৎ মোদক সভাপতির বক্তব্যে সবাইকে নমস্কার জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

আপনার মতামত লিখুন :