রাজধানীর সদরঘাটে খেয়াঘাট বন্ধের প্রতিবাদে মাঝিদের প্রতিবাদ

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২০

রাজধানীর সদরঘাটে খেয়াঘাট বন্ধের প্রতিবাদে জানিয়েছেন মাঝি ও শ্রমিকরা। বুড়িগঙ্গা নদীতে ব্যারিকেড দিয়ে নৌযান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান তারা। পরে তাদের সাথে একাত্মতা জানিয়ে দোকান বন্ধ করে আন্দোলনে যোগ দেন কয়েক হাজার ব্যবসায়ী। দুপুরে কেরাণীগঞ্জের আগানগর আলম মার্কেটের সামনে থেকে সদরঘাট টার্মিনাল বরাবর খেয়া নৌকা দিয়ে বুড়িগঙ্গা নদীতে এ ব্যারিকেড দেয় তারা।

এসময় প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল নৌযান চলাচল। পরে কেরানীগঞ্জ গার্মেন্ট ব্যবসায়ী সমিতির নেতাদের হস্তক্ষেপে ব্যারিকেড তুলে নেন মাঝি ও শ্রমিকরা। তবে খেয়াঘাট পুনরায় চালুর দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেনা মাঝিরা।

 

আপনার মতামত লিখুন :