গলাচিপায় নুরজাহান বেগম করোনার প্রথম থেকে আজ পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে

প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মোসা. নুরজাহান বেগম (৪৫) করোনা ভাইরাসের শুরু থেকেই আজ পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে আছেন। নুরজাহান বেগম হচ্ছেন উপজেলার গোলখালী ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য। নুরজাহান বেগম বলেন, করোনা ভাইরাসের প্রথম থেকেই ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হত দরিদ্র মানুষদের সচেতন করতে এবং সরকারী বরাদ্দ পৌঁছে দিতে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি।

হত দরিদ্ররা যাতে কোন কষ্ট না পায়, তাদের যেন সামাজিক দূরত্ব বৃদ্ধি না পায় সেজন্য চেয়ারম্যানের সাথে আলোচনা করে হত দরিদ্রের বাড়িতে বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হত দরিদ্রদের জন্য দেয়া অঙ্গীকার ২৫শ টাকা করে আমার ৩টি ওয়ার্ডে হত দরিদ্ররা মোবাইলে পেয়ে গেছে। তিনি আরও বলেন, আমার ৩টি ওয়ার্ডে পাকা রাস্তা, ¯øুইজ, কালভার্ট, সোলার ল্যাম্প, গভীর নলকূপ স্থাপন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা সহ বিভিন্ন ভাতা ভোগীদের সরকারীভাবে সুযোগ সুবিধা করে দিয়েছি এবং ভবিষ্যতেও চেষ্টা করে যাব।

এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করার পর থেকেই আমি তাদের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও যদি এলাকার মানুষ মনে করে আমাকে সংরক্ষিত আসনে রাখবেন তাহলে আমি এখনও জনগণের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব। এ বিষয় নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. খালেক খান বলেন, আসলেই নুরজাহান বেগম একজন ভালো মনের মানুষ। মানুষের জন্য কাজ করতে পারাই যেন তার কাছে আনন্দ।

সাধারন সম্পাদক আ. হালিম হাওলাদার বলেন, তিনি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম শাকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টাকার কেজির চাল ওয়ার্ড ভিত্তিক দেওয়ায় সেখানেও নুরজাহান বেগম সমহারে বন্টনের জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন।

উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার বলেন, নুরজাহান বেগম একটি সাহসী নারী। ৪/৫/৬নং ওয়ার্ডগুলোতে প্রতিদিন ঘুরে মানুষের সুখ দুঃখের কথা ইউনিয়ন পরিষদে এসে বলেন এবং হত দরিদ্রদের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেন।

 

আপনার মতামত লিখুন :