ঝিনাইদহে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপিরআহবায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান।
প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, এ্যাড. কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক এ কে এম ওয়াজেদ আলী, জেলা বিএনপি সদস্য আশরাপুল ইসলাম পিন্টু, আলমগীর হোসেন আলম, শহিদুল ইসলাম বিশ্বাস, জাহিদুল ইসলাম, জে কে মৌ চৌধুরী, মুসফিকুর রহমান, আবু বকর, শফিউদ্দিন শফি, মাহবুব আলম মিলু, মনিরুজ্জামান মাসুম প্রমুখ।