মহেশপুরে এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বস্তা ভর্তি ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩

প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় মহেশপুর থানার এস আই জলিল, এ এস আই সজল, এ এস আই রওশন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৩১ আগস্ট রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার যাদবপুর হইতে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ উপজেলার পোস্ট অফিস মোড় থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর পুত্র ১/ইমরান হোসেন (২৭) মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫) রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন :