শৈলকুপায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে হাসপাতালের পরিত্যাক্ত অ্যাম্বুলেন্স সচল

প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো আরো একটি অ্যাম্বুলেন্স। উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত করোনা সহায়তা ফান্ড ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আর্থিক সহায়তায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে হাসপাতালের একটি পরিত্যাক্ত অ্যাম্বুলেন্সকে সচল করা হয়েছে।

মঙ্গলবার বেলা ২টায় অ্যাম্বুলেন্সের চাবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুনের কাছে হস্তান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশারফ হোসেন ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) পার্থ প্রতমি শীল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হেসেন মালিথা,প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নির্বাহী কর্মকর্তা জানান এ অ্যাম্বুলেন্স শুধু মাত্র করোনা রোগী ও মৃতদেহ বহন করবে। অ্যাম্বুলেন্স মেরামতের জন্য উপজেলা প্রশাসনের করোনা সহায়তা ফান্ড থেকে দুই লক্ষ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।

 

আপনার মতামত লিখুন :