জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল মোরেলগঞ্জে নির্মাণ করা হচ্ছে
প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল নির্মানস কাজের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু এ নির্মান কাজের উদ্ধোধন করেন।
শোকার্ত আগষ্ট উপলক্ষ্যে সোমবার বিকেলে উদ্ধোধনী ও দোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন, থানা অফিসার ইন চার্জ মো.মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম , উপজেলা প্রকৌশলী আশিক ইয়ামিন, উপজেলা মাধ্যমিক অফিসার মো. আব্দুল হান্নান প্রমুখ।
উদ্ধোধন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু বলেন, স্বাধীন বাংলাদেশ ও মানচিত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরেই অবদান। তার এ অবদান এদেশের মানুষ সশ্রদ্ধ ভরে স্মরণ করবে। আর এ অবদান অনস্বীকার্য। তিনি দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। নতুন প্রজন্মের কাছে তার অবদানের কথা স্বাধীনত্ াসংগ্রামের কথা তুলে ধরতে হবে।