কমলগঞ্জে বহুনারীতে আসক্ত কাইয়ুমকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

প্রকাশিত : ১ সেপ্টেম্বর ২০২০

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: কমলগঞ্জ উপজেলার পাত্র খোলা হিরামতি গ্রামে যৌতুক না দেয়ায় স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বহুনারীতে আসক্ত লম্পট ও প্রতারক স্বামী মোঃ আব্দুল কাইয়ুমকে দ্রুত গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবীতে উপজেলার গুলের হাওর বাজার এলাকায় মানববন্ধন ও পথসভা করেছে স্থানীয় এলাকাবাসী। ঘন্টাব্যাপি এ মানবন্ধনে এলাকার শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।

তার শাস্তি নিশ্চিত করার দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- চা বাগানের নেতিৃ গীতা রানী খানু, এলাকার সমাজসেবক আব্দাল হোসেন, রাসেল আহমদ, সেলিম আহমদ, সায়াদ আলী, সাংবাদিক সাব্বির এলাহী, আব্দুল হেকিম, সৌকত রহমান, জুনেদ মিয়া, আবু বক্কও, হেলাল হোসেন, এনামুল হোসেন, মোহিন মিয়া, তাইবুল হোসেন ও জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন-ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে কমলঞ্জ থানায় লম্পট স্বামী আব্দুল কাইয়ুমসহ জড়িত অন্যান্যদের আসামী করে গত ২১ আগষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কিন্তু, পুলিশ এখনও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। বক্তারা, এহেন জগন্য ঘঠনায় বহুনারীতে আসক্ত ভন্ড ও প্রতারক আব্দুল কাইয়ুম এর দৃষ্টান্তমূল শাস্তি দাবী করেন। জানা গেছে- করোনা মহামারিকালীন সময়ে নিকট আন্তীয় উত্তরভাগ এলাকার আরফুল বিবির মাধ্যমে সামাজিক মাধ্যমে কলেজ ছাত্রী শামছুন্নাহারকে গত ০৫/০৩/২০২০ বিবাহ করেন ( বালাম নং- ২,পৃষ্টা নং- ৪৮/২০২০ইং) আব্দুল কাইযুম। বিবাহের সময় প্রয়োজনীয় মালামাল, স্বর্ণ দেন শামছুন্নাহার এর পরিবার। বিবাহের কিছুদিন যেতে না যেতেই সে নানা কৌশল অবলম্বন করতে থাকে।

প্রথমে তার বিশেষ প্রয়োজন দেখিয়ে স্বর্ণ বিক্রি করে দেন। পরবর্তীতে আমেরিকা যাওয়ার জন্য স্ত্রীর কাছে ৮ লক্ষ টাকা দাবী করেন। অপরদিকে স্ত্রীকে উলঙ্গ করে অশ্রীল ভিডিও তৈরী করে নগ্ন করে ছবিও তোলেন। তাকে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচার শুরু করেন। তারপর স্ত্রীর পরিবার ও তার নিকট আন্তীয়দের মোবাইল, ইমু, ওয়ার্টঅ্যাপ ও সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশ করে দেন।

 

আপনার মতামত লিখুন :