রয়াত সদস্যদের স্মরণে বাগেরহাট প্রেসক্লাবে দোয়া মাহফিল
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বিষ্ণ প্রসাদ চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ ইয়ামিন আলী, দপ্তর সম্পাদক নকিব সিরাজুল ইসলাম, মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ।আলোচনা সভায় প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা, জীবনী আলোচনা এবং প্রয়াত সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পরে প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।