শোক বার্তা: রাহাত খানের মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০
দেশের বিশিষ্ট সাংবাদিক ও কথা সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। আজ ২৯ জুলাই ২০২০ শনিবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “বাংলা একেডেমি পুরস্কার এবং একুশে পদক জয়ী এই মহান কথাসাহিত্যিক ও সাংবাদিকের অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও বাসস-এর পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে তিনি গঠনমূলক গণমাধ্যমের বিকাশে ব্যাপক ভূমিকা রেখেছেন। গল্প, উপন্যাস, ছোটগল্প সর্বোপরি কথা সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য।” ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে রাহাত খানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।