পাবনার সাঁথিয়ায় ছোট বনাম বড়দের ফুটবল খেলার বিজয়ী ছোটদল
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০
বাকী বিল্লাহ: (সাঁথিয়া-বেড়া) পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় ছোট বনাম বড়দের প্রীতি ফুটবল ম্যাচ খেলা অনুষ্ঠিত হয়েছে।যুবকদের উদ্যোগে এ প্রীতি ফুটবল ম্যাচ খেলায় বড়দের ৩/০ গোলে হারিয়ে ছোটরা বিজয়ী হয়।আজ বুধবার বিকেল চারটার (৪) সময় বেড়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
নব্বই মিনিটের শ্বাস রুদ্ধকর উত্তেজনাপুর্ন এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা শত শত দর্শক উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন,করমজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবু দাউদ নান্নু। সাঁথিয়া উপজেলা যুবলীগ নেতা সরদার আবু সাঈদ। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা হারুনর রশীদ হারুনসহ আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ফুটবল প্রীতি ম্যাচ সম্পর্কে আবু দাউদ নান্নু বলেন, গ্রামীণ বিনোদন হিসেবে যুবকদের উদ্যোগে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বড়দের হারিয়ে ছোটরা বিজয়ী হয়েছে এটা আমার কাছে অন্তত আনন্দের বিষয়। আগামীতে আরও জাঁকজমকপূর্ণ ভাবে যাতে খেলার আয়োজন হয় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। যুবলীগ নেতা সরদার আবু সাঈদ জানান, গ্রামের খেলাধুলার মধ্যে ফুটবল খেলা আমার কাছে অন্তত আনন্দের। এরকম ফুটবল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। প্রীতি ফুটবল ম্যাচের আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।