মেসির গন্তব্য জানালেন তার বাবা!
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০
পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানচেস্টার সিটিকে পছন্দ আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলমান গুঞ্জনের মধ্যেই ফ্রান্সের একটি পত্রিকার দাবি, লিওনেল মেসির বাবা ও তার ব্যক্তিগত পরামর্শদাতা হোর্হে মেসি এমনটাই জানিয়েছে তাদের। গত মঙ্গলবার এক বুরোফ্যাক্স বার্তার মাধ্যমে বার্সেলোনাকে নিজের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন মেসি। নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবে খেলার ইচ্ছাই তার।
ফ্রান্সের অন্যতম সংবাদমাধ্যম লা ইকুইপের প্রতিবেদন মোতাবেক আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির বাবা লিওনার্দোকে জানিয়ে দিয়েছেন, এরই মধ্যে ম্যান সিটিকে বেছে নিয়েছেন মেসি। যেখানে তিনি পুনরায় পাবেন প্রাক্তন গুরু পেপ গার্দিওলার শিষ্য। সংবাদমাধ্যমটি আরো লিখেছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো যোগাযোগ করেছিলেন হোর্হে মেসির সঙ্গে। তাকে অনুরোধ করেছিলেন মেসির বিষয়ে। তবে হোর্হে মেসি তাকে জানিয়ে দিয়েছেন, আপাতত লিগ ওয়ানে খেলার আগ্রহ নেই মেসির।