কলাপাড়ায় গানে গানে উদযাপন হয়েছে কাজী নজরুলের প্রয়ান দিবস ও শ্রদ্ধাঞ্জলী

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নজরুল একাডেমির আত্মপ্রকাশ ঘটেছে। নতুনদের প্রধান্য দিয়ে পুরাতন সাংস্কৃতিক কর্মীর সমন্বয়ে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে এ একাডেমির যাত্রা শুরু হয়েছে। আর এই নতুন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের নজরুল একাডেমি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ৪৪ তম প্রয়ান দিবস ও শ্রদ্ধাঞ্জলী।

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, যে ভালবাসা মোরে ভুলিও না, আমি চির তরে দুরে চলে যাব, মনে পরে আজ সে কেন জনমে বিদায় সন্ধ্যা বেলা, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই একের পর এক এসব গানের সুরের মুর্ছনায় নজরুল ভক্তদের মুগ্ধ করে তোলেন সুরের যাদু কর ও এক সময়ের এ অঞ্চলের মঞ্চ কাপানো শিল্পী শাহ আলম মন্টু ও প্রভাষক শাহবুদ্দিন সিহাব। তাদের গানের সাথে তবলায় ঝংকার তুলেন পাপন। গানের ফাঁকে ফাঁকে চলে নজরুলের কবিতা আবৃত্তি। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টেলিভিশন অভিনেতা কল্লোল বিশ্বাস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র প্রয়ান দিবস ও শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় উপস্থিত নজরুল ভক্ত ও শিল্পীদের সম্মিলিত কন্ঠে মোরা ঝঞ্ঝার মত উদ্দ্যম, মোরা ঝর্নার মত চঞ্চল, মোরা বিধাতার মত নির্ভয়, মোরা প্রকৃতির মত স্বচ্ছল এ কোরাস গান দিয়ে।

এ অনুষ্ঠানে কলাপাড়া শিল্পী গোষ্ঠির সভাপতি মাহবুবুর রহমান আজাদ, উপজেলা নজরুল একাডেমির সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারন সম্পাদক জাকিউন নসিব চঞ্চল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, সাংবাদিক ফরাজি মোহাম্মদ ইমরান, সাংস্কৃতিক কর্মী টিংকু রায়, এস এম মাইনুল, জাবের, তুষারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো.মাসুম বিল্লাহ বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কর্ম ও স্মৃতি রক্ষার্থে এ একাডেমির মাধ্যমে তার লেখা কবিতা ও গানের চর্চা যেন অব্যাহত থাকে এমন আশা ব্যক্ত করেন এই শিক্ষার্থী।

সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টেলিভিশন অভিনেতা কল্লোল বিশ্বাস বলেন, দীর্ঘ দিন ধরে কলাপাড়ার সাং¯ৃ‹তিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এক সময় এ অঞ্চলের শিল্পীরা দেশের বিভিন্ন স্থানে সুনাম অর্জন করেছে। আশা করি ঝিমিয়ে পরা সাংস্কৃতিক অঙ্গন এ একাডেমির মাধ্যমে পুনঃজীবিত হবে। আর নতুন প্রজন্ম সুস্থ সাংস্কৃতিক ধারা ফিরে পাবে। কলাপাড়া উপজেলা নজরুল একাডেমির সভাপতি আতিকুর রহমান টিপু বলেন, আমারা কেবল মাত্র দীর্ঘ দিনের ঝিমিয়ে পরা সাংস্কৃতির অংঙ্গনকে উজ্জিবিত করার চেষ্টা করছি।

 

আপনার মতামত লিখুন :