শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ উন্নত দেশের দিকে এগিয়ে চলেছে সাবেক এমপি শাহিন মনোয়ারা হক
প্রকাশিত : ২৮ আগস্ট ২০২০
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহিন মনোয়ারা হক বলেছেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের কাজ করতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের যে জোয়ার বইতে শুরু করেছে তা কাউকে বাধাগ্রস্থ করতে দেয়া যাবে না। শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ উন্নত দেশের দিকে এগিয়ে চলেছে।
এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি এক সময় আওয়ামী লীগের নাম নিশ্চিহ্ন করতে মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল, তাই আজ জনগণ বার বার আওয়ামী লীগকে ক্ষমাতায় বসিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
গতকাল আত্রাই রাণীনগরের বিভিন্ন এলাকায় গণসংযোগের অংশ হিসেবে এ মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দল যদি এ আসনে আমাকে মনোনয়ন দেয় তা হলে আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এলাকার উন্নয়নে কাজ করে যাব। সভায় দলীয় নেতা কর্মী ও সমর্থকবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল ও সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল তাদের বক্তব্যে বলেন, এ আসনে যিনিই নৌকা প্রতিক নিয়ে আসবেন তার বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করবো।