শরীয়তপুরে আ.লীগ নেতা ডাবলু তালুকদার ও ফরিদ শেখের নেতৃত্বে শোক র্যালী
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের কার্যকরী সদস্য জাকির হোসেন ডাবলু তালুকদার ও ৮নং ওয়ার্ডের প্রিয়মূখ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. ফরিদ শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২০) দুপুরে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ড থেকে তারা বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে শোক র্যালী করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
জানা যায়, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীর নেতৃত্বে ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহরের শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়। শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র-১ মো. বাচ্চু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এছাড়াও শরীয়তপুরে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ঢাকায় যাওয়া পথে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, উপদেষ্টা আলহাজ্ব নূর মোহাম্মদ কোতোয়াল, সাধারন সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জল, সদস্য ফারুক আহমেদ তালুকদার, অ্যাডভোকেট আলমগীর মুন্সী, পৌরসভার সভাপতি এম.এম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক আমির হোসেন খান, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর প্রমূখ।
এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের প্রিয়মূখ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. ফরিদ শেখ বলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করতে পারায় ৮নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে দলের সকল কর্মকান্ডে তাদের পাবো বলে আশা প্রকাশ করছি।