কাঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২০
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও আওয়ামী সেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতা-কর্মিরা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মনজুরুল কবির পারভেজের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মো. এনায়েত হোসেন খসরু, চেঁচরী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মনির হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম পঞ্চায়েত, সদর ইউনিয়ন যুব লীগের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন মাসুম, মো. মিতু পঞ্চায়েত প্রমুখ।
বক্তারা উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির এর বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায়। এছাড়াও মানববন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন পেশার সহ¯্রাধিক মানুয় অংশ নেয়। কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ের ৩নং ওয়ার্ডের ২২ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগ এনে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৫ আগষ্ট (মঙ্গলবার) কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির ও মিঠু সিকদার নামে একজনকে আসামী করে মামলা দায়ের করেন ওই যুবতী।