হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ অভিযান
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০
ফরিদ আহমদ শিকদার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সদরে অদ্য 26/08/2020 বুধবার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের স্বার্থে আজ নবীগঞ্জ উপজেলার পৌরসভায় ব্যাপক আকারে উপজেলা প্রশাসন কর্তৃক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় রাস্তার দুই ধারে বিভিন্ন অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি অপরাধের জন্য দন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করা হয়। উচ্ছেদ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। উচ্ছেদ কার্যক্রমে লোকবল এবং গাড়ি সহায়তা প্রদান করেন সম্মাননীয় পৌরসভার মেয়র জনাব সাবির হোসেন। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
উপজেলায় আজ থেকে এ কার্যক্রম শুরু হল এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীন ভাবে চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।