জাতীয় ঐক্য গড়তে সরকারকে এগিয়ে আসার আহ্বান: জিএম কাদের
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০
দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য, জাতীয় ঐক্য গড়তে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বুধবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জিএম কাদের বলেন, মহামারি করোনা এবং বন্যার কারণে দেশে অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে। অনেক মানুষ বেকার হয়েছেন, অনেকেই চাকরি হারিয়েছেন। তাই দেশের অর্থনৈতিক স্থবিরতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে। জনসাধারণের জীবন-জীবিকা অনিশ্চিত হতে পারে। দেশের এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যেন ফায়দা লুটতে না পরে সেজন্য জাতীয় ঐক্য গড়তে হবে। এতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, যেকোনো নির্বাচনের মাধ্যমে গণমানুষের কাছে যাওয়া যায়, তাই আমরা সব নির্বাচনে অংশ নিয়ে পল্লীবন্ধুর আদর্শ ও কর্মসূচি তুলে ধরবো। মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি। আমরাই দেশের মানুষকে সুশাসন দেবো।
দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আজম খান, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামণ্ডলীর সদস্য জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. ইফতেকার আহসান হাসান, হুমায়ুন খান, সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু, সুলতান মাহমুদ, মিজানুর রহমান মিরু, ইসহাক ভূঁইয়া, মো. আল জুবায়ের, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য সামছুল হক, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান সাঈদ, সহ-সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইলু, মহিউদ্দিন খান মানিক, জাহাঙ্গীর আলম, ফিরোজ আহমেদ, মো. রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন খান, সামছুল আলম ভূঁইয়া লাবলু, মোজাম্মেল হক বাবু প্রমুখ বক্তব্য রাখেন।