গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত
প্রকাশিত : ২২ আগস্ট ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করেছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে’র সভাপতিত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মু. নুরুল ইসলাম ধলা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সঙ্গঠনের নেতা কর্মীরা। অপরদিকে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ এর উদ্যেগে গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৫ টায় গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ খালেক মিয়ার সভাপতিত্বে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গোলখালী ইউপি চেয়ারম্যান মু. নাসির উদ্দিন, গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আঃ হালিম মিয়া, গোলখালী ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি, সাবেক গোলখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি, বর্তমান গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ নুর আলম জিকু, উপজেলা মৎস্যজীবী লীগের কোষাধ্যক্ষ নুর হোসেন প্যাদা, ইউপি সদস্য মনির হাওলাদার প্রমূখ।
এদিকে পানপট্টি ইউনিয়নের কৃতি সন্তান তারুণ্যের অহঙ্কার মোঃ শামিম মিয়ার উদ্যেগে পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিকাল ৫ টায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মেলকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ দুদা মিয়া, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া প্রমূখ।