২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় কলাপাড়ায় দোয়া ও মোনাজত

প্রকাশিত : ২২ আগস্ট ২০২০

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মহিপুর থানা যুবলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

মহিপুুর থানা যুবলীগে যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট আকন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগের আহবায়ক ইসহাক শেখ, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, বশির হাওলাদার, সিরাজুল ইসলাম, ইব্রাহিম হাওলাদার, সিদ্দিক মোল্লা প্রমুখ। এ সময় থানা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজত অনুষ্ঠিত হয়।

 

আপনার মতামত লিখুন :