কুয়াকাটার সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে সাবমেরিন পাওয়ার সংযুক্ত আরটিকুলেটেড পাইপ
প্রকাশিত : ২২ আগস্ট ২০২০
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতের বালুর নিচ থেকে বেরিয়ে এসেছে দেশের দ্বিতীয় সাবমেরিন ল্যান্ডিং স্টেশনের হাই ভোল্টেজ ডিসি পাওয়ার ক্যাবল সংযুক্ত আরটিকুলেটেড পাইপ। অস্বাভাবিক জোয়ারের ঢেউ এবং ¯্রােতের সঙ্গে বেরিয়ে আসা আরটিকুলেটেড পাইপের মধ্যে সংযুক্ত ক্যাবলে ক্ষতি সাধিত হলে ইন্টারনেট সার্ভিস বিছিন্ন হয়ে যেতো। বৃহস্পতিবার বিকালে সৈকতের জিরো পয়েন্টের সংলগ্ন এ আরটিকুলেটেড পাইপ বের হয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল লাইন সমুদ্র থেকে এসে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট হয়ে সাড়ে ছয় কিলোমিটার দূরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে স্থাপিত দেশের দ্বিতীয় সাব মেরিন ল্যান্ডিং স্টেশনে সংযোগ স্থপন করা হয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন করেছি। বিষয়টি উর্ধ্বতনদের জানানো হয়েছে। বর্তমানে (২৪ঘন্টা) সার্বক্ষনিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুক‚লে থাকলে সংস্কার কাজ শুরু করা হবে।
উল্লেখ্য ৯ আগস্ট আলীপুরের এক জমির মালিক স্কাবেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডবিøউ-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ করে। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন।