বাগেরহাটে চাষিদের মধ্যে চিংড়ি গবেষণা কেন্দ্রে উৎপাদিত গলদা রেণু বিতরণ

প্রকাশিত : ২১ আগস্ট ২০২০

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত গলদা চিংড়ির রেণু বিনামূল্যে চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকালে গবেষণা কেন্দ্রের হ্যাচারি চত্বরে এ রেণু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম।

বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন চিংড়ি চাষিদের মধ্যে দুই হাজার করে গলদার রেণু (পোনা) বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উৎপদিত রেণু চাষিদের মধ্যে বিতরণ করা হবে বলে চিংড়ি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে প্রায় এক লাখ পোনা বিতরণ করা হয়।

বিতরণের সময় চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, ড. এএসএম তানবিরুল হক, মোসা. সাবরিনা খাতুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :